চট্টগ্রামের পটিয়া উপজেলার কাগজীপাড়ায় বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী দুইজন নিহত হয়েছেন। আজ এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, মোটরসাইকেল চালক মাহবুবুল আলম (৪৫) ও আরোহী মোজাম্মেল হক লিটন (৩২)।
পটিয়া থানার এসআই সৈয়দ মোশাররফ হোসেন বলেন, ‘কাগজীপাড়ায় চট্টগ্রামমুখী সুগন্ধা বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে মোজাম্মেল নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদের সিরাজুল হকের ছেলে আর মাহবুব একই এলাকার দেওয়ানহাট মিস্ত্রিপাড়ার মো. শরীফের ছেলে। তারা চট্টগ্রাম থেকে সাতকানিয়া পচ্ছিলেন। দুর্ঘটনায় চালকসহ বাসটি আটক করা হয়েছে। তাদের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার