চট্টগ্রামের শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের সমর্থনে প্রগতিশীল ছাত্রজোটের মিছিল-সমাবেশে দফায় দফায় হামলা চালিয়েছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। এমনকি পুলিশের সামনেও বামপন্থী এই জোটের নেতাকর্মীদের বেধড়ক পিটিয়েছে ছাত্রলীগ। আজ সোমবার চট্টগ্রাম নগরীর নিউমার্কেট মোড়ে হামলার এ ঘটনা ঘটে।তবে পুলিশ হামলাকারীদের প্রতিরোধ না করে জোটের নেতাকর্মীদের ঘেরাও করে দোস্ত বিল্ডিং ও মিউনিসিপ্যাল স্কুলে ঢুকিয়ে দেয় বলে ফ্রন্ট নেতারা জানান।
কোতয়ালী থানার এসআই অমিতাভ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সামান্য সমস্যা হয়েছিল। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চট্টগ্রাম জেলা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিক রিয়াদ বলেন, ধর্মঘটের সময় ছাত্রফ্রন্টের একজন নেতাকে ছাত্রলীগের সন্ত্রাসীরা মিউনিসিপ্যাল স্কুলে আটকে রাখে। পরে মিছিল নিয়ে নিউমার্কেট মোড়ে সমাবেশের সময় হঠাৎ সিটি কলেজ থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা বের হয়ে ইট-লোহার রড নিয়ে আমাদের ওপর হামলা করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) প্রগতিশীল ছাত্রজোট ধর্মঘটের সমর্থনে কোনো মিছিল-সমাবেশ করেনি সোমবার। তবে ধর্মঘট প্রতিরোধে ক্যাম্পাসের মোড়ে মোড়ে অবস্থান ছিল বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের। এর আগে রবিবার সন্ধ্যায় প্রগতিশীল ছাত্রজোট ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘট পালনের ডাক দেন। তবে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে ধর্মঘটের সমর্থনে শহর শাখার নেতা-কর্মীদের সঙ্গে মিছিল ও সমাবেশ করে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ নেতা আলমগীর টিপু বলেন, যেকোনো ধরনের সন্ত্রাসী কার্যক্রম রোধে ছাত্রলীগের নেতা-কর্মীরা মোড়ে মোড়ে অবস্থান নিয়েছিল। ছাত্রলীগ অযৌক্তিক কোনো ধর্মঘট মানে না। তাই আগে থেকে প্রতিরোধের ঘোষণা দেওয়া হয়েছে।
চবি শাখা ছাত্র ইউনিয়নের সভাপতি ধীষন চাকমা বলেন, 'ক্যাম্পাসে মিছিল সমাবেশ না করার বিষয়টি আমাদের একটি কৌশলগত পদক্ষেপ ছিল। ক্যাম্পাসে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করেছে।
বিডি প্রতিদিন/এ মজুমদার