মোটরসাইকেলে চড়ে বিয়েতে যাওয়ার সময় পটিয়ার ইন্দ্রপোল এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হওয়া পুলিশ সদস্য অংকন বড়ুয়াকে বাঁচানো গেল না।
রবিবার সকাল ছয়টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে তিনি মারা যান।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ৫ ফেব্রুয়ারি রাতে ট্রাকের ধাক্কায় গুরুতর আহত হন তিনিসহ শিমুল শীল। এ সময় ঘটনাস্থলেই মারা যান মনসুরাবাদ পুলিশ লাইনের অভি বড়ুয়া (৩০) নামের অপর এক পুলিশ সদস্য।
বিডি-প্রতিদিন/ সালাহ উদ্দীন