প্রশ্ন ফাঁস চক্রের সাথে জড়িত থাকার অভিযোগে মোয়াজ্জেম হোসেন আদিল নামে এক এসএসসি পরীক্ষার্থীকে গ্রেফতার করেছে র্যাব।
রবিবার সকালে নগরীর বায়েজীদ থানাধীন অক্সিজেন আবাসিক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া আদিল অক্সিজেন এলাকার হলি চাইল্ড স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিল।
র্যাব-৭ সহকারী পরিচালক মিমতানুর রহমান বলেন, গ্রেফতার হওয়া আদিল ফেসবুকের মাধ্যমে প্রশ্ন সংগ্রহ করে পরে তা ২০০-৩০০ টাকায় বিভিন্ন জনের কাছে বিক্রি করত। তার মোবাইলে প্রায় সব বিষয়ের প্রশ্নই পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ফেসবুকে আদিলসহ কয়েকজনের একটা গ্রুপ আছে। তারা প্রশ্ন সংগ্রহ করে পরে গ্রুপের বিভিন্ন জনের কাছে বিক্রি করত। কিছুদিন ধরে তাকে পর্যবেক্ষনে রাখা হচ্ছিল। পরিবার তাকে গ্রেফতার করা হয়।
বিডি-প্রতিদিন/ আব্দুল্লাহ সিফাত তাফসীর