বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে স্বরকলিপি দিয়েছে মহানগর বিএনপি। আজ জেলা প্রশাসক জিল্লর রহমান চৌধুরীকে স্মারকলিপি তুলেদেন বিএনপির প্রতিনিধি দল। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুুুব রহমান শামীম, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবু সুফিয়ান, সহ-সভাপতি এম এ আজিজ, সাবেক কাউন্সিলর হাজী শামছুল আলম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, মফিজুল হক ভূইয়া, সিনিয়র যুগ্ম সম্পাদক এস এম সাইফুল আলম, ইয়াছিন চৌধুরী লিটন প্রমুখ।
বিএনপি নেতারা বলেন, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন বেগম জিয়া। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এবং সংসদীয় গণতন্ত্র এনেছেন। বাংলাদেশের বেশির ভাগ উন্নয়নে বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের অবদান অপরিসীম।
এসময় অন্যান্যের মধ্যে নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, মোহাম্মদ মিয়া ভোলা, সাবেক কাউন্সিলর সামছুল আলম, অ্যাডভোকেট আবদুস সাত্তার, মোহাম্মদ আলী, সৈয়দ আজম উদ্দিন, হারুন জামান, সৈয়দ আহমদ, মাহবুব আলম, অ্যাডভোকেট মফিজুল হক ভূইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এ মজুমদার