চট্টগ্রামে আগুনে পুড়েছে তিন কলোনীর ২০৭টি কাঁচা ও সেমিপাকা ঘর। সোমবার ভোর রাতে নগরীর বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকায় এ ঘটনা ঘটে।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে লামারবাজার, চন্দনপুরা এবং নন্দনকানন ফায়ার স্টেশনে আটটি গাড়ি প্রায় দুই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে নূর মোহাম্মদের মালিকানাধীন ৭৫ কক্ষের কাঁচা, জমির খানের ৬২ কক্ষের সেমিপাকা ও মো. হারুনের ৭০ কক্ষের সেমিপাকা কলোনি পুড়ে গেছে। এতে কমপক্ষে অর্ধকোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বিডিপ্রতিদিন/ ১৯ ফেব্রুয়ারি, ২০১৮/ ই জাহান