চট্টগ্রামের আনোয়ারা উপজেলার চৌমুহনী এলাকায় ট্রাকের ধাক্কায় বাসচালক সিরাজুল হক (৫৫) নিহত হয়েছেন। শনিবার বিকেলে ট্রাকটি বাসকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও পাঁচজন গুরুতর আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই হামিদ।
বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, চট্টগ্রামমুখী বাঁশখালী সার্ভিসের একটি বাসকে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলে চালক নিহত হন। এ ঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে। তবে চালক ও সহযোগী পালিয়ে গেছেন।
বিডি প্রতিদিন/এনায়েত করিম