চট্টগ্রাম মহানগরের আগ্রাবাদ এলাকার ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেড কর্তৃপক্ষকে পরিবেশ দূষণের দায়ে ৩ লাখ ৩৬ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদফতর। আজ বৃহস্পতিবার দুপুরে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগরের পরিচালক মো. আজাদুর রহমান মল্লিক বলেন, ‘ভ্যানগার্ড গার্মেন্টস লিমিটেডের ওয়াশিং কারখানায় ইটিপি থাকলেও তা ত্রুটিপূর্ণ ছিল। সেখান থেকে পরিশোধিত তরল বর্জ্য বের হয়ে পরিবেশ দূষণ করছিল। গত ০৪ অক্টোবর প্রতিষ্ঠানটি পরিদর্শন করে এসব ত্রুটিপূর্ণ বিষয় ধরা পড়ে। কর্তৃপক্ষকে আজ বৃহস্পতিবার শুনানিতে হাজির হতে বলা হয়েছিল। তাছাড়া কারখানার সব টেস্ট রিপোর্ট ২০১৪ সাল থেকে মানমাত্রা বহির্ভূত ছিল। তাদের সতর্ক করার পরও পরিবর্তন না হওয়ায় জরিমানা করা হয়।
বিডি প্রতিদিন/এ মজুমদার