নগরীতে অভিযান চালিয়ে ৭৫০টি ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন কক্সবাজারের উখিয়ার বাসিন্দা মো. ফারুক (২৯) ও টেকনাফের বাসিন্দা করিমা খাতুন (৪০)।
সোমবার সকালে বায়েজি বোস্তামী থানাধীন চৌধুরী নগর আবাসিক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ওসি আতাউর রহমান খোন্দকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী নগর আবাসিক এলাকায় মোহছেন আউলিয়া ডিপার্টমেন্টাল স্ট্রোরের সামনে সড়কে দুই জনকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তাদের কাছে ৭৫০টি ইয়াবা পাওয়া যায়। এ ঘটনায় মাদক আইনে মামলা হয়েছে।
বিডি-প্রতিদিন/১৫ অক্টোবর, ২০১৮/মাহবুব