চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, নিরাপদ, পরিস্কার-পরিচ্ছন্ন এবং পরিবেশবান্ধব নগর গড়তে গুচ্ছ উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়ন করছে চসিক। ইতোমধ্যে নগরবাসীর মধ্যে সচেতনতামূলক ২০ লক্ষ লিফলেট বিতরণ, ছোট-বড় সাড়ে ৯ লক্ষ বিন বিতরণ, নিয়মিত মাইকিং ও বিজ্ঞাপণ প্রচার করেছে। নগর পরিচ্ছন্নতায় এক হাজার ৮ শত জন অতিরিক্ত শ্রমিক নিয়োগ দিয়েছে। এব পরিচ্ছন্ন কর্মীর জন্য চসিক বছরে ২৪ কোটি টাকা ব্যয় করছে। এসবের সঙ্গে প্রয়োজন নগরবাসীর সচেতনতা।
বৃহস্পতিবার সকালে একটি নাগরিক অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পরিচ্ছন্নতা ও নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। নাসিরাবাদ সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে চৌধুরী ফরিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ কমিশনার আমেনা বেগম, নিরাপদ সড়ক চাই চট্টগ্রামের সভাপতি এস এম আবু তৈয়ব, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান নাদের খান, বিআরটিএ’র সহকারী পরিচালক সফিকুল ইসলাম, সাইডার ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপ্যাল গণেষচন্দ্র ত্রিপাটি।
এসময় মেয়র আরও বলেন, বন্দর নগরী বাণিজ্যিক রাজধানী। এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে জীবিকার সন্ধানে লোকজন আসে। ফলে চট্টগ্রাম নগরে জনসংখ্যার চাপ বৃদ্ধি পাচ্ছে। উৎপাদিত হচ্ছে বর্জ্য। বায়ু দুষণ,পানি দুষনের মতো সমস্যা সৃষ্টি করছে রোগব্যাধি। পরিকল্পিতভাবে বর্জ্য সংগ্রহ করতে না পারা, সঠিক ব্যবস্থাপনা না থাকা এবং যুযোপযোগি ব্যবস্থা করতে না পারার কারণে গৃহস্থালী বর্জ্য দূষণ হয়ে পরিবেশের সমস্যা সৃষ্টি করছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত তাফসীর