চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন হাজী ক্যাম্প এলাকা থেকে অস্ত্র ও ছুরিসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা বেলতলী এলাকার আবুল কাশমের ছেলে মো. ইমন (২৩) ও লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার চর মণ্ডল এলাকার মফিজ হোসেনের ছেলে মো. রাজু (২৬)।
পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশ বলেন, ‘হাজী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে একটি অস্ত্র এবং একটি ছুরিসহ ইমন ও রাজুকে গ্রেফতার করা হয়। তারা পাহাড়তলী এলাকায় ছিনতাই করে বেড়ায়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।’
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর