চট্টগ্রাম নগরীর সদরঘাট থানার পূর্ব মাদারবাড়ি এলাকায় এক পোশাক শ্রমিককে গণর্ধষণের ঘটনায় গ্রেফতার দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
শনিবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আল ইমরান খানের আদালতে তারা জবানবন্দি দিয়েছে বলে জানান সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দিন।
গ্রেফতার দুই আসামি হলেন কুমিল্লা জেলার মুরাদনগর বাদামতলী এলাকার নুরুল ইসলামের ছেলে মো. শাহ আলম প্রকাশ রাসেল (২০) ও একই জেলার তিতাস এলাকার শফিকুল ইসলামের ছেলে মো. হানিফ (২০)।
ওসি নেজাম উদ্দিন জানান, এক কিশোরীকে গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত দুই আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। তারা নিজেদের দোষ স্বীকার করেছে। শুক্রবার সন্ধ্যায় পূর্ব মাদারবাড়ি এলাকায় ওই পোশাক শ্রমিককে গণধর্ষণ করে চার বখাটে। পরে ওই কিশোরী থানায় অভিযোগ করলে রাতভর অভিযান চালিয়ে শাহ আলম প্রকাশ রাসেল ও হানিফ নামে দুই আসামিকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় জড়িত নয়ন প্রকাশ শরীফ (২৫) ও আরিফ হোসেন (২৪) নামে অপর দুই আসামি এখনও পলাতক রয়েছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসীর