আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের রোগমুক্তি কামনায় চট্টগ্রামের ঐতিহাসিক কদম মোবারক মসজিদে দোয়া-মাহফিলের আয়োজন করা হয়েছে। মুক্তিযুদ্ধের ইতিহাস ও সাহিত্যচর্চা পরিষদ এবং চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের যৌথ উদ্যোগে এ মিলাদ-দোয়া মাহফিল গতকাল বাদ মাগরিব সালাউদ্দীন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফইউজে'র সহ-সভাপতি, পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, চ্যানেল আই চট্টগ্রামের ব্যুরো প্রধান চৌধুরী ফরিদ।
চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবালের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ চৌধুরী, সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর সন্তান শরফুদ্দীন চৌধুরী রাজু, বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রামের সভাপতি সুসান আনোয়ার চৌধুরী হোসাইন রানা, শ্রমিক নেতা কামাল উদ্দীন, জননেত্রী শেখ হাসিনা পরিষদ চট্টগ্রাম মহানগরের যুগ্ন সম্পাদক এম. নুরুল হুদা চৌধুরী, বঙ্গবন্ধু শিল্পীগোষ্ঠী চট্টগ্রামের সাধারণ সম্পাদক মোঃ লিপটন, বঙ্গবন্ধু শিশুকিশোরমেলার দপ্তর সম্পাদক আবদুল হালিম, মহানগর ছাত্রলীগের সদস্য বোরহান উদ্দীন গিফারী, আবু ছাহেদ, শাহেদ শাকিল, হুমায়ুন কবির, ইমরান জুয়েল, আবু নোমান, সরওয়ার, রায়হান মাওলানা আইয়ুব আলী প্রমুখ। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা আবুল কাশেম।
বিডি প্রতিদিন/এ মজুমদার