চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘আজকের যুব শক্তি আগামীর উজ্জল সম্ভাবনা। তাই তাদেরকে মানবপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানবতার কাজে এগিয়ে আসতে হবে। রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকরা লেখাপড়ার পাশাপাশি রেড ক্রিসেন্ট আন্দোলনকে বেগবান করে যাচ্ছেন। আগামীতে তারা আরো বেশি অবদান রাখবে, এটিই আমাদের প্রত্যাশা।’
মঙ্গলবার সকালে হালিশহর সরকারি শারীরিক শিক্ষা কলেজের মাঠে ৬ষ্ঠ বিভাগীয় যুব রেড ক্রিসেন্ট ক্যাম্প-২০১৯ উদ্ধোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিট ও যুব রেড ক্রিসেন্ট চট্টগ্রামের আয়োজনে অনুষ্ঠিত ‘যুব নেতৃত্বে এগিয়ে যাবো, সম্ভাবনার দুয়ার খুলবো’ শীর্ষক প্রতিপাদ্য নিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার এমপি।
রেড ক্রিসেন্ট চট্টগ্রাম জেলা ইউনিটের ভাইস চেয়ারম্যান ডা. শেখ শফিউল আজমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ট্রেজারার এডভোকেট তৌহিদুর রহমান, সোসাইটির মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, ম্যানেজিং বোর্ড সদস্য লুৎফর রহমান চৌধুরী হেলাল, এডভোকেট শিহাব উদ্দিন শাহিন, শেখ রাইসুল আলম ময়না প্রমুখ। এবারের ক্যাম্পে ৭টি মূলনীতি ও নীতিমালার সঙ্গে মিল রেখে মানবতা, পক্ষপাতহীনতা, নিরপেক্ষতা, স্বাধীনতা, স্বেচ্ছামূলক সেবা, একতা, সার্বজনীনতা ও সেবাব্রতী সাব ক্যাম্প রয়েছে। যুব ক্যাম্পে জেলা ও সিটি ইউনিটের আওতাধীন ২০০টি শিক্ষা প্রতিষ্ঠান ও চট্টগ্রাম বিভাগের অন্যান্য জেলা হতে প্রায় দুইহাজার যুব সদস্য ও দায়িত্বপ্রাপ্ত শিক্ষক অংশগ্রহণ করে।
হাফিজ আহমেদ মজুমদার বলেন, ১৯১টি দেশের মধ্যে অন্যতম হচ্ছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি। বাংলাদেশ প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ঠ দুর্যোগ মোকাবিলায় রেড ক্রস রেড ক্রিসেন্ট বিদেশিদের কাছে এখন রোল মডেল। বিদেশী ডেলিগেটরা বাংলাদেশ রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের ভূয়সী প্রসংশা করছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার