চট্টগ্রামের সাতকানিয়া উপজেলা ছাত্রলীগের কমিটিতে স্থান পাওয়া চারজনকে সংগঠনের সকল ধরনের পদ থেকে অব্যাহতি দিয়েছে দক্ষিণ জেলা ছাত্রলীগ।
মঙ্গলবার রাতে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. আবু তাহের সাক্ষরিত এ বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
অব্যাহতি পাওয়া চারজন হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রিদুয়ানুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. আজাদ উদ্দিন, সহ-সম্পাদক মো. রিয়াজ উদ্দিন ও শহিদুল ইসলাম শহিদ।
বিষয়টি নিশ্চিত করে দক্ষিণ জেলা ছাত্রলীগের সভাপতি এসএম বোরহান উদ্দিন বলেন, ‘চারজনের বিরুদ্ধে বিভিন্ন অপরাধ সংশ্লিষ্টতা, ছাত্রদল ও শিবির সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল। প্রাথমিকভাবে তার সত্যতা পাওয়ায় সংগঠনের সকল পদ থেকে তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।’
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন