চট্টগ্রামের হাটহাজারী উপজেলার ধলই ইউনিয়নের মুনিয়া পুকুর পাড়ের উত্তরে খাস খতিয়ানভুক্ত সোনাই খাল দখল করে নির্মিত স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার দুপুরে হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ রুহুল আমীনের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ খালটি উদ্ধার করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ধলই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর জামান প্রমুখ।
ধলই ইউপি চেয়ারম্যান আলমগীর জামান বলেন, ‘এখানে সন্ধ্যা হলেই মাদকের আসর বসত। অবৈধ স্থাপনা উচ্ছেদ হওয়ায় সরকারি খাল দখলমুক্ত হলো, একই সঙ্গে মাদকের আখড়াও উচ্ছেদ হলো।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন বলেন, ‘সরকারি খাল দখল করে স্থাপনা নির্মাণ করা হয়েছে। আর সেই স্থাপনায় প্রতিদিন সন্ধ্যা হলেই শুরু হয় মাদক সেবন। এ যেনো একের ভেতরে দুই। তাই স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে খালের ওপর থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন