চট্টগ্রাম নগরের আকবর শাহ থানাধীন বাগান বাড়ি রেল গেটে ট্রেনের ধাক্কায় শারমিন আকতার (১৮) নামে এক তরুণী নিহত হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
শারমিন আকতার ওই এলাকার শাপলা আবাসিকের মো. সেলিমের মেয়ে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, সেলাই কাজের প্রশিক্ষণ শেষে বাসায় ফিরছিলেন শারমিন। পথিমধ্যে রেল লাইন পার হতে গিয়ে পেছনে থেকে আসা একটি ট্রেন তাকে ধাক্কা দেয়। এতে শারমিনের মাথা ও কোমড়ে আঘাত লাগে। পরে হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টায় তার মৃত্যু হয়।’
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন