চট্টগ্রামে পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- সুজন পাল এবং শ্যামল পাল। রবিবার রাতে নগরীর স্টেশন রোড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বলেন, গ্রেফতারকৃত যুবকরা গত শনিবার দুপুরে ডিসি হিল এলাকায় বিপন দাশ নামে এক শিক্ষার্থীকে পুলিশ পরিচয় দিয়ে ঝাউতলা গলির মুখে নিয়ে যায়। এরপর তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। রবিবার রাতে স্টেশন রোড এলাকায় তাদের দেখলে টহল পুলিশকে খবর দেয়া ছিনতাইয়ের শিকার বিপন দাশ। টহল পুলিশ আটক করলে তারা ছিনতাইয়ের কথা স্বীকার করে।
বিডি প্রতিদিন/এ মজুমদার