চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় ট্রেনে কাটা পড়ে মো. রাসেল মাহমুদ (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিরা এলাকার রেললাইনের পাশ থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মো. রাসেলের বাড়ি বরিশালের ঝালকাঠি জেলায়।
চট্টগ্রাম জিআরপির উপ-পরিদর্শক মো. আরব আলী বলেন, ‘রাসেল সকাল ৮টার দিকে ট্রেনে কাটা পড়েন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’
বিডি প্রতিদিন/এ মজুমদার