দেশীয় কুটির শিল্পের বিকাশে ও তরুণ উদ্যোক্তাদের উৎসাহিত করতে চট্টগ্রাম নগরীর জিইসি মোড়েরর সরাই রেষ্টুরেন্ট (এলিট গ্যালারি) উদ্বোধন হলো তিন দিনব্যাপী ‘উইন্টার এক্সপো’। বৃহস্পতিবার বিকালে বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার ফোরামের সহযোগিতায় মেলা উদ্বোধন করেন লায়ন্স জেলা গর্ভনার লায়ন কামরুন মালেক, নগর মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসিনা মহি উদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন শেঠ প্রোপার্টিজের চেয়ারম্যান সোলায়মান শেঠ, লায়ন্স জেলা ক্যাবিনেট সেক্রেটারি জিকে লালা, বাংলাদেশ ফ্যাশন ডিজাইনার ফোরামের প্রতিষ্ঠাতা সদস্য ও সায়মা’স ক্রিয়েশনের স্বত্তাধিকারী লায়ন সায়মা সুলতানা, ইনক্রেডিবল ডিজাইনের রাশেদা শিশু, আরিয়াা ফ্যাশনের আনিকা তাবাস্সুম, তানজিনা আরশি, মদিনা ট্রেডিংয়ের সাজ্জাদ হোসেন, ফরহাদ সিরাজ সানজি।
মেলায় ঢাকা ও চট্টগ্রামের ডিজাইনারদের তৈরি প্রতিষ্ঠিত ব্যান্ডের পোশাকের ৩০টি স্টল রয়েছে। সকলের জন্য উন্মুক্ত এই এক্সপোতে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত বিকিকিনি চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
বিডি প্রতিদিন/এ মজুমদার