চট্টগ্রাম নগরের মাইজপাড়া শেরশাহ দিঘীরপাড় এলাকার প্রায় ১২টি কলোনিতে অভিযান চালিয়ে ৩টি রাইজার থেকে অবৈধভাবে নেয়া ৬৭টি গ্যাস চুলা সংযোগ ও একটি বাণিজ্যিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ গ্যাস আইন ২০১০ এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে দেখা যায়, কিছু প্রতারকচক্র রাইজার থেকে অবৈধভাবে প্রায় কয়েকশত গ্যাসের চুলায় সংযোগ নিয়ে ব্যাবহার করছে। এসব লাইন অতিঝুঁকিপূর্ণ। তাই প্রায় ১২টি কলোনির অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। কলোনির মধ্যে উল্লেখযোগ্য হলো, রেজা কলোনী, গিয়াসউদ্দিন কলোনী, রশিদ কলোনী, আলী কলোনী, মাস্টার কলোনী, ফরিদ কমিশনার কলোনী। এসব গ্যাস সংযোগগুলো সম্পূর্ণ অবৈধ ও ঝুঁকিপূর্ণ। তারা নিজেদের মতো করে সংযোগ স্থাপন করে ভাড়াটিয়াদের গ্যাস সরবরাহ করছে।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক বলেন, ‘অবৈধ এবং ঝুঁকিপূর্ণভাবে রাইজার থেকে গ্যাস সংযোগ নেওয়ায় ১২ কলোনির ৬৭টি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের খবর পেয়ে প্রতারকরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা যায়নি। তবে প্রতারণার দায়ে তাদের বিরুদ্ধে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন েেকাম্পানি লিমিটেড (কেজিডিসিলি’র) এর পক্ষ থেকে মামলা করা হবে। অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে উপস্থিত ছিলেন কেজিডিসিলি’র ডিজিএম (উত্তর) মো. রফিক খান, ব্যবস্থাপক ভিজলেন্স (উত্তর) ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এ মজুমদার/ রেজা মুজাম্মেল