চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেছেন, মানুষের কাজে নিজেকে যুক্ত রেখে জীবন পার করতে সবাই পারে না। আমরা এখন সবাই নিজেকে নিয়েই ব্যস্ত। তাই সমাজে এখন মানব হিতৈষী মানুষের সংখ্যা কমে আসছে। যারা সমাজের জন্য কাজ করে আলোকিত মানুষে পরিণত হয়েছেন, তাদের আদর্শকে আমাদের নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে হবে।
তিনি মঙ্গলবার বিকাল ৪টায় নগরীর কাজীর দেউড়ি রাবেয়া রহমান গলিতে রাবেয়া রহমান ফাউন্ডেশন আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আসন্ন চসিক নির্বাচনে যোগ্য প্রার্থী হিসেবে তাকে তার দল আওয়ামী লীগ মনোনয়ন দিয়েছেন উল্লেখ করে বলেন, নির্বাচিত হলে নগরবাসীর সেবা করার বিরল সুযোগ আসবে আমার জীবনে।
এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক চস্দন ধর, জামালখান ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল হাশেম বাবুল, সহসভাপতি মো. সাহাবউদ্দিন, সাধারণ সম্পাদক মিথুন মল্লিক প্রমুখ। উপস্থিত ছিলেন জামালখান ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা।
বিডি প্রতিদিন/এ মজুমদার