বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতি হত্যার অভিযোগে বাবা-ছেলেকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালাত। তারা হলেন- মোহাম্মদ কালাম এবং তার ছেলে নেজাম উদ্দিন। সোমবার বিকেলে বাঁশখালীর সহকারি জজ আদালতের বিচারক মো. মাঈনুল ইসলামের আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিলেও মঙ্গলবার বন বিভাগের পক্ষ থেকে তা গণমাধ্যমকে জানানো হয়।
চট্টগ্রাম বিভাগীয় বন কর্মকর্তা (দক্ষিণ) মো. সফিকুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে হাতি হত্যার ঘটনার আসামিদের আদালতে আত্মসমর্পণে চাপ সৃষ্টি করি। তাদের মধ্যে দু'জনকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠানো হয়েছে। মামলার অপর আসামি পলাতক রয়েছেন।’
প্রসঙ্গত, গত ৩০ নভেম্বর বাঁশখালী উপজেলার সাধনপুর ইউনিয়নের লটমণি পাহাড়ে বৈদ্যুতিক ফাঁদ তৈরি করে একটি হাতিকে হত্যা করা হয়। পরে ওই হাতিকে মাটিচাপা দেয়। এ ঘটনার পর তিনজনকে আসামি করে বাঁশখালী থানায় একটি মামলা দায়ের করা হয়।
বিডি প্রতিদিন/এএম