চট্টগ্রামে ‘ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট ম্যানেজম্যান্ট’ শীর্ষক দুইদিন ব্যাপী সেমিনার সম্পন্ন হয়েছে। এসোসিয়েশন অফ ফর ওভারসিস টেকনিক্যাল কো অপারেশন এন্ড সলিউশন পার্টনারশিপ (এওটিএস) জাপান এ সেমিনারের আয়োজন করে। শুক্রবার বিকালে এওটিএস’র নগরের দামপাড়াস্থ অফিসে সমাপনী দিনে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান করা হয়।
সেমিনার এন্ড ওয়ার্কশপ কমিটির চেয়ারম্যান প্রকৌশলী এইউএম জোবাইরের সঞ্চালনায় এবং এওটিএস’র সভাপতি সাইফুদ্দিন আহমেদের সভাপতিত্বে সেমিনারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এলবিয়ন গ্রুপের চেয়ারম্যান রাইসুল উদ্দিন সৈকত। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এলবিয়ন গ্রুপের মহাব্যবস্থাপক (বিপনন ও বিক্রয়) মোহম্মদ শরিফুর রহমান। কোর্স কো-অর্ডিনেটর ছিলেন এপিক হেলথ কেয়ারের কর্পোরেট এন্ড ব্রান্ড বিভাগের এসিস্ট্যান্ট ম্যানেজার জহির রায়হান। সেমিনারে ইউনির্ভাসিটি অব সাইন্স এন্ড টেকনোলজি (ইউএসটিসি) চট্টগ্রাম থেকে মোট ৩৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
প্রসঙ্গত, চট্টগ্রামে এওটিএস বছরের বিভিন্ন সময় মানবসম্পদ উন্নয়নের লক্ষ্যে বিষয় ভিত্তিক সেমিনার, সিম্পোজিয়াম ও কর্মশালার আয়োজন করে।
বিডি প্রতিদিন/হিমেল