চট্টগ্রামে গলায় ফাঁস দিয়ে রহিমা বেগম নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রবিবার সকালে জেলা হাটহাজারী পৌরসভার কামাল পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রহিমা ওই এলাকার শফিকুল ইসলামের স্ত্রী।
হাটহাজারী থানার এসআই মো. রফিক বলেন, আত্মহত্যা করা ওই নারী শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রবিবার সকালে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে গলায় ফাঁস দেন। পরে এলাকার লোকজন উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর