চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা ও সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে তিনটি উপজেলায় ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ৩ জানুয়ারি থেকে ৬ জানুয়ারি পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ তিনটি উপজেলায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনায় দায়িত্ব পালন করবেন। এর মধ্যে বোয়ালখালী উপজেলায় পাঁচজন, আনোয়ারা উপজেলায় ছয়জন এবং চন্দনাইশ উপজেলায় ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
জানা যায়, আগামী ৫ জানুয়ারি দেশে পঞ্চম ধাপে ৭০৭টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে চট্টগ্রামে তিনটি উপজেলার ২৪টি ইউপিতে ভোগগ্রহণ করা হবে। নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ নির্বাচনের দুইদিন আগে, নির্বাচনের দিন এবং নির্বাচনের পরদিন আইনশৃঙ্খলা রক্ষা, সুষ্ঠু ও অবাধ নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে মোবাইল স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে দায়িত্ব পালনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইনানুগ নির্দেশনা প্রদান করবেন।
বোয়ালখালী উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পটিয়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশ নির্বাচন আয়োজনের লক্ষ্যে চারদিন উপজেলায় দায়িত্ব পালন করব। আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করা। ভোটাররা স্বতস্ফুর্তভাবে সুন্দর পরিবেশে ভোট দিবেন, এটিই আমাদের প্রত্যাশা।
চন্দনাইশ উপজেলায় দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট ও লোহাগাড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা বলেন, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। আশা করি, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হবে। এ ব্যাপারে আমরা সকল ভোটার ও প্রার্থীর আন্তরিকতা আশা করছি।
বিডি প্রতিদিন/ সালাহ উদ্দীন