চট্টগ্রামে বিএনপির মানববন্ধন পুলিশের বাধার মুখে পণ্ড হয়ে যায় বলে নেতাকর্মীরা অভিযোগ করেছেন। আজ বুধবার বিকাল ৩টায় নগরের প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করার সময় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ নেতাকর্মীকে আটক করে এবং ইটপাটকেলে পুলিশের তিন সদস্য আহত হন।
বিএনপির অভিযোগ, কোনো কারণ ছাড়াই অতর্কিত হামলা চালিয়ে মানববন্ধন পণ্ড করে পুলিশ নেতাকর্মীদের আটক করেছে। তবে পুলিশ বলছে, বিএনপি সড়ক বন্ধ করে মানববন্ধন করে। এ সময় পুলিশ বাধা দিলে বিএনপির নেতাকর্মীরা হামলা করে। হামলার ঘটনায় বিএনপির নেতাকর্মীদের আটক করা হয়।
জানা যায়, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ দাবি করে সারাদেশে একযোগে কর্মসূচি পালন করে বিএনপি। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর বিএনপি জামালখান প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করে। বিকাল ৩টায় এ কর্মসূচি শুরু হয়। মানববন্ধন ফুটপাত পূর্ণ হয়ে সড়কেও এসে যায়। কর্মসূচি শুরুর ২০ মিনিট পরই মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে। এরপর পুলিশ অ্যাকশনে গিয়ে তাদের সরিয়ে দেয়।
মহানগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী বলেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ‘গণতন্ত্র হত্যা দিবস’ পালনের লক্ষ্যে মানববন্ধনের আয়োজন করা হয়। কিন্তু পুলিশ আমাদের মানববন্ধন শুরু করতে না করতে ব্যানার কেড়ে নেয়। পরে শান্তিপূর্ণ মানববন্ধন পণ্ড করে দেয়। পুলিশ আমাদের ৪৯ জনকে আটক করে নিয়ে যায়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন বলেন, বিএনপির নেতাকর্মীরা প্রেসক্লাবের সামনে ১০০ জন নিয়ে মানববন্ধন করার অনুমতি নেয়। কিন্তু তারা ফুটপাত মাড়িয়ে সড়কে এসে মানববন্ধন করতে চাইলে যান চলাচলে ব্যাঘাত ঘটে। পরে তাদের রাস্তা থেকে সরিয়ে দিয়ে যানচলাচল স্বাভাবিক করা হয়। এ সময় বিএনপির নেতাকর্মীরা পুলিশের ওপর ইটপাটকেল ছুড়লে তিনজন পুলিশ আহত হয়। এ ঘটনায় পুলিশ বিএনপির ৪৯ জন নেতাকর্মীকে আটক করেছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য সচিব আবুল হাশেম বক্কর, দক্ষিণ জেলার আহ্বায়ক আবু সুফিয়ান, বিএনপি কোতোয়ালি থানার সাধারণ সম্পাদক আবদুল মান্নানসহ নেতাকর্মীরা।
বিডি প্রতিদিন/আবু জাফর