করোনা পরিস্থিতিতে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ৫৩ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময় করোনায় একজনের মৃত্যুও হয়েছে।
বৃহস্পতিবার সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
আরও জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত ৪৮ জন নগরীর ও ৫ জন আনোয়ারা, রাঙ্গুনীয়া ও মিরসরাই উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২ হাজার ৮২২ জন। এর মধ্যে নগর এলাকার ৭৪ হাজার ৪৩০ জন এবং বিভিন্ন উপজেলায় ২৮ হাজার ৩৯২ জন। এ ছাড়া মোট মৃত্যুরণকারী ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭২৩ জন নগরীর এবং ৬১০ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।
বিডি প্রতিদিন/এএম