অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আসামিরা হলেন আসলাম চৌধুরী স্ত্রী জামিলা নাজনীন মাওলা ও আসলামের ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুনসি আবদুল মজিদের আদালত বিচার শুরুর আদেশ দিয়েছেন।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি অ্যাডভোকেট কাজী ছানোয়ার আহমেদ লাভলু বলেন, ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকার আত্মসাতের অবিযোগে দুদকের মামলা হয়। এতে আসলাম চৌধুরী ও তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। আদালতে বৃহস্পতিবার আসলাম চৌধুরী উপস্থিত ছিলেন। আগামী ২ মার্চ আদালত সাক্ষীর জন্য রেখেছেন। তার স্ত্রী জামিলা নাজনীন মাওলা জামিনে থাকলেও আদালতে উপস্থিত ছিলেন না। তবে আসলামের দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী শুরু থেকে পলাতক। আসলাম চৌধুরী ও তার স্ত্রী এবং দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তার পরোয়ানা জারি করেছে আদালত।
আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১৬ জুলাই বিএনপির যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, তার স্ত্রী রাইজিং স্টিল মিল লিমিটেডের চেয়ারম্যান জামিলা নাজনীন মাওলা ও ছোট ভাই প্রতিষ্ঠানের এমডি আমজাদ হোসেন চৌধুরী, পরিচালক মো. জসিম উদ্দিনের বিরুদ্ধে ৩২৫ কোটি ৭৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-১। তৎকালীন দুদকের উপ পরিচালক মানিক লাল বাদী হয়ে ডবলমুরিং থানায় মামলাটি দায়ের করেন। পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে অসৎ উদ্দেশ্যে এবি ব্যাংকের আগ্রাবাদ শাখা থেকে ৩টি ঋণের বিপরীতে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা আত্মসাৎ করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়। তাই তাদের বিরুদ্ধে দন্ডবিধির ৪০৯, ৪২০ ও ১০৯ ধারা এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন