সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে ইব্রাহিম হোসেন পারভেজ নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে হাটহাজারীর মীরেরখিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া পারভেজ ফটিকা এলাকার নুর ইসলামের ছেলে।
র্যাব-৭ অধিনায়ক লে. কর্নেল এম এ ইউসুফ বলেন, স্কুল বন্ধ থাকায় দশম শ্রেনীর ওই শিক্ষার্থী সৎ বাবার বাসায় বেড়াতে আসেন। বুধবার ওই শিক্ষার্থীর মাকে বাসা থেকে বের করে দিয়ে ওই শিক্ষার্থীকে ধর্ষণ করা হয়। বৃহস্পতিবার ওই শিক্ষার্থীর মা র্যাবের কাছে অভিযোগ দেন। পরে পারভেজকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের ধর্ষণের কথা স্বীকার করেছেন পারভেজ।
বিডি প্রতিদিন/এএ