চট্টগ্রামে এবার রশি দিয়ে বেঁধে এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই শিশুর প্রতিবেশী মো. মুরাদ নামে এক তরুণকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার রাতে জেলার জোরারগঞ্জ থানাধীন আজমনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অভিযুক্ত তরুণ ওই এলাকার জিয়াউর রহমানের ছেলে।
র্যাব-৭ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ধর্ষণের শিকার ওই শিশু এতিম। তাই খালার বাসায় থাকতো। গত ২ জানুয়ারি খালা এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। এ সুযোগে মুরাদ শিশুটিকে রশি দিয়ে বেঁধে ধর্ষণ করেন। পরদিন খালা বাসায় ফিরলে পুরো ঘটনা জেনে থানায় অভিযোগ দায়ের করেন। পরে র্যাব অভিযান চালিয়ে অভিযুক্ত তরুণকে গ্রেফতার করে।
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ