চট্টগ্রাম নগরীতে সড়ক দুর্ঘটনায় মোছাম্মদ নাহার নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শনিবার সকালে নগরীর চান্দগাঁও থানাধীন বাস টার্মিনাল এলাকায় এ ঘটনা ঘটে।
সিএমপির উত্তর জোনের অতিরিক্ত উপ-কমিশনার আরাফাতুল ইসলাম বলেন, বাস টার্মিনাল এলাকায় একটি বাস আরেকটি বাসের এক পাশে ধাক্কা দেয়। এতে সিটে বসা নাহার মারাত্মকভাবে আহত হন। স্থানীয় লোকজন উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
বিডি প্রতিদিন/এএম