চট্টগ্রাম জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমেদ এমপি বলেছেন, আমাকে জড়িয়ে যেসব তথ্য প্রচার হচ্ছে, সেগুলো মিথ্যা ও বানোয়াট ও ভিত্তীহীন। ইউপি নির্বাচনসহ যে কোনো নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করেন কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাব বঙ্গবন্ধু হলে দক্ষিণ জেলা আওয়ামী লীগের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দিন, জেলার সাধারণ সম্পাদক মফিজুর রহমান, সহসভাপতি মোতাহার হোসেন চৌধুরী, কুতুব উদ্দিন, পৌর মেয়র জহুরুল ইসলামসহ অন্যরা।
বিডি প্রতিদিন/হিমেল