চট্টগ্রামের বাঁশখালী পৌরসভা নির্বাচনে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তোফাইল বিন হোসাইন। তিনি স্বতন্ত্র প্রার্থী কামরুল ইসলাম হোসাইনীকে ১২ হাজার ৯৮০ ভোটের ব্যবধানে পরাজিত করে বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হন।
রবিবার এ ফলাফল ঘোষণা করেন চট্টগ্রাম জেলা সিনিয়র রিটার্নিং অফিসার মো. জাহাঙ্গীর আলম।
জানা যায়, বাঁশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী তোফাইল বিন হোসাইন এবং কামরুল ইসলাম হোসাইনী। যার মধ্যে তোফাইল পান ১৪ হাজার ৩৪৫ ভোট এবং কামরুল পান ১৩৬৫ ভোট। এছাড়া নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৪৪ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
বিডি প্রতিদিন/এএম