চট্টগ্রামে অভিযান চালিয়ে তিন রোহিঙ্গাসহ সাত ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে সাড়ে ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। মঙ্গলবার সকালে জেলার লোহাগাড়া থানাধীন চুনতি রেঞ্জ অফিসের সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, মঙ্গলবার অভিযান চালিয়ে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত রোহিঙ্গারা হলেন- মোহাম্মদ ছিদ্দিক, মো আবদুল্লাহ এবং মো. হোসাইন। অপর একটি অভিযানে সাত হাজার পিস ইয়াবাসহ চার ইয়াবা ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় ইয়াবা পরিবহণের কাজে ব্যবহার করা একটি ট্রাক জব্দ করা হয়। ইয়াবা উদ্ধারের ঘটনায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম