কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা উল্টে নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে দ্বিতীয় দিনেও অভিযান চালিয়ে খোঁজ পায়নি ফায়ার সার্ভিসের ডুবুরি দল। সোমবার সকাল ৮টা থেকে এ উদ্ধার অভিযান শুরু হয়ে সন্ধ্যার পর শেষ হয়। নিখোঁজ দুই ব্যক্তির বাড়ি পটিয়ার কোলাগাঁও গ্রামে।
জানা যায়, গত রবিাবর ভোর সাড়ে ৫টার দিকে কর্ণফুলী নদীর আনু মাঝির ঘাট এলাকায় মাছ ধরতে যান পিতা তপন দাস ও তার ছেলে সমীর দাস। জাল দিয়ে তিনজন মাছ মারার সময় আনু মাঝির ঘাট এলাকায় নদীর ঘূর্ণনের মধ্যে পড়ে ডিঙ্গি নৌকা উল্টে যায়। এ সময় সজীব দাস নামে একজন তীরে উঠতে পারলেও বাবা এবং ছেলে স্রোতের টানে অন্যদিকে চলে যায়। ভোর ৬টার দিকে নৌ-পুলিশের অভিযান শুরু হয়। পরে উদ্ধার কাজে যোগ দেয় ফায়ার সার্ভিসের ডুবুরি টিম। দ্বিতীয় দিনেও অভিযান পরিচালনা করে তাদের খোঁজ মিলেনি।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার কুতুব উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের ৫ জন ডুবুরি নিখোঁজ জেলেদের সন্ধানে কাজ করছে। তবে তাদের খোঁজ পাওয়া যায়নি। সন্ধান না পাওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, গত শুক্রবার নদীতে নিখোঁজ শরীফ উদ্দিন নামে ১৪ বছর বয়সী এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আনু মাঝির ঘাট সংলগ্ন এফআর গ্রিন ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘাটের পন্টুনের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তার বাবা মরদেহ শনাক্ত করেছে।
বিডি প্রতিদিন/এএম