করোনা পরিস্থিতিসহ রেলওয়ের গুরুত্বপূর্ণসহ শূন্যপদের বিপরীতে রেলওয়ে প্রশাসনে রেকর্ড বদলি-পদায়ন হয়েছে। নিয়মিত বা জনস্বার্থে প্রয়োজনে একটি অর্ডারে কয়েক জনের নাম দিয়ে বদলি-পদায়ন হলেও এবার এক সঙ্গে ১৬ জনের অর্ডার হওয়ায় রীতিমতো আলোচনাও চলছে রেলঙ্গনে। তবে বর্তমান করোনা পরিস্থিতিসহ রেলের নানা সমস্যায় আরও আগেই এসব বদলি ও পদায়ান করা জরুরি ছিল বলে রেলওয়ের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।
এছাড়া রেলওয়ের আরো বেশ কয়েকটি ঊর্ধতন কর্মকর্তা পদে বা ডেপুটি-এডিশনালের গুরুত্বপূর্ণ পদেও বদলি-পদোন্নতির প্রয়োজন বলেও জানান সংশ্লিষ্টরা।
রেলওয়ে প্রশাসন সূত্রে জানা গেছে, গত সোমবার ৩১ জানুয়ারি রেলওয়ের পরিবহন ও বাণিজ্য বিভাগের গুরুত্বপূর্ণ বেশ কিছু পদে বদলি-পদায়ন করা হয়েছে। পরিবহন ও বাণিজ্য বিভাগের এই ১৬ জনের অর্ডারের মধ্যে রয়েছেন মো সায়েদুর রহমান, হারুনুর রশীদ, মোশাররফ হোসেন ভুইয়া, মেহেদি হাসান, আরফিন নাহার, ফারহান মাহমুদ, মো ফেরদৌস, আবু তাহের, কামাল আকতার, শাহাদাত হোসেন, ফারুকুল ইসলাম, জাহাঙ্গীর আলম, জাহেদুল হাসান, আবু বক্কর ছিদ্দিকী, সালাউদ্দিন ও জসিম উদ্দিন ভুইয়া। বদলি-পদায়নের উক্ত ১৬ জনকে বিভিন্ন স্থানে দেয়া হয়েছে। পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কর্মস্থলে কাজ করবেন বলেও দপ্তরাদেশে উল্লেখ রয়েছে।
রেলওয়ে ঊর্ধতন একজন কর্মকর্তা বলেন, এটা নিয়মিত বদলির একটা অংশ। তাছাড়া রেলওয়ের বিভিন্ন পদও শূন্য রয়েছে। বিভিন্ন কাজের জন্যও দায়িত্বশীল এবং শূন্য পদে লোক বা কর্মকর্তা বেশী প্রয়োজন। চলমান করোনা পরিস্থিতিতেও সরকারি সিদ্ধান্ত অনুযায়ী কাজ করা হচ্ছে। ফলে নানা বিষয়ে এমনিতেই রেলের জনবল সংকটেই রয়েছি আমার। ১৬ জনের পদায়নের বিষয়ে কাজের কিছুটা গতি আসবে। তাছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আরো রদবদল-পদায়ন এবং পদোন্নতি প্রয়োজন বলে জানান তিনি।
বিডি প্রতিদিন/এএম