চট্টগ্রামে আত্মগোপনে থাকা কারাদণ্ডপ্রাপ্ত ব্যবসায়ী শাহ জামালকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে নগরের চন্দনপুরা এলাকার সাফরান ভিলার দ্বিতীয় তলার বাসা থেকে তাকে গ্রেফতার করে কোতোয়ালী থানা পুলিশ। শাহ জামাল ওই এলাকার শেখ আহম্মদের ছেলে। তিনি খাতুনগঞ্জ শেখ মার্কেটের মেসার্স শাহ জামালের সত্ত্বাধিকারী ছিলেন। শাহ জামালকে ২০২০ সালে ১৬টি সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করা হলেও জামিনে বের হয়ে আত্মগোপন করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এএসআই সাইফুল আলম ও এএসআই রণেশ বড়ুয়া বিভিন্ন সময় ছদ্মবেশে কখনও পান দোকানদার, কখনও চা বিক্রেতা, কখনও মার্কেটিং কোম্পানির সেলসস্যান সেজে খাতুনগঞ্জ, আসাদগঞ্জ, চকবাজার, চন্দনপুরা এবং আন্দরকিল্লা এলাকায় শাহ জামালকে খুঁজতে থাকে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে অভিযান চালিয়ে তাকে বাসার সানশেড বক্সের ভিতরে লুকিয়ে থাকা অবস্থায় গ্রেফতার করা হয়।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নেজাম উদ্দীন বলেন, শাহ জামাল একজন প্রতারক। তিনি গ্রেফতার হওয়ার পর বার বার জামিনে এসে আত্মগোপনে চলে যান। তার বিরুদ্ধে চকবাজার থানায় চারটি সিআর মামলায় কারাদণ্ড রয়েছে। চকবাজার থানায় তিনটি ও কোতোয়ালী থানাসহ ১৯টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম