বাংলাদেশ প্রতিদিনের নির্বাহী সম্পাদক ও খ্যাতিমান কলামিস্ট পীর হাবিবুর রহমানের মৃত্যুতে চট্টগ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন পেশাজীবী নাগরিক সংগঠন, রাজনৈতিক-সামাজিক নেতৃবৃন্দ পৃথক বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন নানা শ্রেণি পেশার মানুষ।
শোক প্রকাশ করেছেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সমাজবিজ্ঞানী ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. অনুপম সেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক চট্টগ্রামের সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন, সাবেক মেয়র ও জাতীয় পার্টির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাহমুদুল ইসলাম চৌধুরী, চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিসিসিআই)'র সভাপতি মাহবুবুল আলম, সেক্টর কমান্ডার্স ফোরাম কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী, মহানগর সভাপতি মুক্তিযোদ্ধা ডা. সরফরাজ খান চৌধুরী, চট্টগ্রাম জেলা সভাপতি মুক্তিযোদ্ধা নুরুল আলম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, পেশাজীবী সমন্বয় পরিষদ সভাপতি প্রফেসর ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী, স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা. আ ম ম মিনহাজুর রহমান, মুক্তিযোদ্ধা কলামিস্ট ও পরিবেশবিদ প্রফেসর ড. ইদ্রিস আলী, শিল্পী ও সংগঠক দীপক কুমার দত্ত , চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, চাকসু ভিপি এম নাজিম উদ্দিন, ছড়াকার ও সংগঠক আ ফ ম মোদাচ্ছের আলী, মহানগর যুবলীগ নেতা দেলোয়ার হোসেন খোকা, এক্স কাউন্সিলরস ফোরামের সমন্বয়কারী এম জামাল হোসেন, চট্টগ্রাম মহানগর পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি এডভোকেট চন্দন তালুকদার ও সাবেক সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, বোধন আবৃত্তি পরিষদ সভাপতি আব্দুল হালিম দোভাষ ও সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী, তারুণ্যের উচ্ছ্বাস সভাপতি ডা. ভাগ্যধন বড়ুয়া ও সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা হাবিবুর রহমান তারেক, আলী রাজা পিন্টু, সাবরিনা চৌধুরী, শফিউল আজম জিপু,তরুণ সংগঠক মাহমুদুর রহমান শাওন, চট্টগ্রাম সাহিত্য সাহিত্য পাঠ চক্রের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল প্রমুখ।
বিডি প্রতিদিন/আরাফাত