বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলীম চৌধুরী (৯০) আর নেই। শনিবার ভোর ৬টায় চট্টগ্রাম জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি তিন পুত্র, চার কন্যা, নাতি, নাতনি ও অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তাঁর প্রথম নামাজে জানাযা চট্টগ্রাম কদম মোবারক শাহী মসজিদে ও ২য় জানাযা বাদ আসর চন্দনাইশ থানার কেশুয়া গ্রামে অনুষ্ঠিত হয়। সেখানেই তাঁকে সমাহিত করা হয়।
তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নজরুল ইসলাম চৌধুরী এমপি, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, সাবেক মেয়র আ.জ.ম নাছির উদ্দিন, চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম, আঞ্জুমান রহমানিয়া ট্রাস্ট এর পক্ষে মহসিন ও আনোয়ার হোসেন, গাউসিয়া কমিটির পক্ষে পেয়ার মোহাম্মদ ও মোসাহেব উদ্দিন, জনসংযোগ সমিতির পক্ষে সাধারাণ সম্পাদক সাইফুদ্দিন সাকী প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম