চট্টগ্রামে অপরাধের আখড়া হিসেবে পরিচিত জঙ্গল ছলিমপুরে বড় ধরনের অভিযান পরিচালনা করছে র্যাব-৭। শনিবার রাত ৯টা থেকে এই অভিযান শুরু হয়। রাত ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত র্যাবের অভিযান চলমান রয়েছে।
র্যাব-৭ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এমএ ইউসুফ বলেন, ‘ছলিমপুরের আলোচিত সন্ত্রাসী মশিউর বাহিনীর মজুদ করা অস্ত্র ভান্ডার নিয়ে তথ্য পাওয়ার পর রাতে অভিযান শুরু করে র্যাব। অভিযান শেষ হওয়ার পর এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।’
বিডি প্রতিদিন/এমআই