চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ পাচারকালে দুইজনকে আটক করেছে পুলিশ। সোমবার বিকালে হাসপাতালের গোল চত্ত্বর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- ২৬ নম্বর ওয়ার্ডের সরকারি স্টাফ আশু চক্রবর্তী (৩২) ও আউটসোর্সিং স্টাফ মো. সৈয়দ (৫০)। আটকৃতরা দীর্ঘদিন ধরে হাসপাতালের সরকারি ওষুধ পাচারের সঙ্গে জড়িত বলে জানা যায়।
পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে আউটসোর্সিং স্টাফ সৈয়দ আহমেদ কালো ব্যাগে করে ওয়ার্ড থেকে হাসপাতালের মেইন গেট দিয়ে বের হওয়ার সময় সন্দেহ হলে আনসার সদস্যরা তাকে আটক করা হয়। পরে পাশে দাঁড়িয়ে থাকা আশু দৌঁড়ে পালানোর সময় দায়িত্বরত পুলিশ তাকেও আটক করে। পরে দুইজনকে জিজ্ঞাসাবাদে ওষুধ পাচারের কথা স্বীকার করেন। পরে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে পাশের একটি ব্যাচেলর বাসায় অভিযান চালিয়ে আরও বেশ কিছু সরকারি ট্যাবলেট, ইনজেকশন ও ডাক্তারি সরঞ্জাম উদ্ধার করা হয়।
পাঁচলাইশ থানা ওসি জাহেদুল কবির বলেন, দুইজনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আরও অভিযান পরিচালনা করা হবে।
বিডি প্রতিদিন/এএম