মিছিলে বাধা দেয়ায় চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। এসময় উভয়ের সংঘর্ষে চার পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে ১০ জনকে গ্রেফতার করে। বুধবার বিকেলে নগরীর কোতোয়ালী থানাধীন নুর আহমদ সড়কে এ ঘটনা ঘটে।
কোতোয়ালী থানার ওসি জাহিদুল কবীর বলেন, বিকেলে নাসিমন ভবনস্থ বিএনপি’র কার্যালয়ের সামনে সভার করার কথা ছিল দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের। কিন্তু উশৃঙ্খল কর্মীরা নুর আহমদ সড়কেই মিছিল শুরু করে। এসময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের ওপর হামলা করে।
এতে তিন এসআইসহ চারজন আহত হয়। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ ১০ জনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার বিকেলে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা নুর আহমদ সড়ক থেকে একটি মিছিল নিয়ে নাসিমন ভবনস্থল দলীয় কার্যালয়ের যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশের সদস্যরা তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা পুলিশ সদস্যদের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশও তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল নিক্ষেপ এবং লাটিচার্জ করে। এতে পুলিশ সদস্যসহ কমপক্ষে ১০ জন আহত হন।
দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বলেন, নব গঠিক আহ্বায়ক কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল বের করেছিলাম। এ সময় পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে সদস্যসচিব জমির উদ্দীন মানিকসহ ২০-২৫ জন নেতাকর্মী আহত হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই