চট্টগ্রাম নগরীতে ঝটিকা মিছিল থেকে শিবিরের চার কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন- তারেক আহমেদ, তৌহিদুল ইসলাম, নুরুল ইসলাম পারভেজ এবং মো ফাহিম। শুক্রবার সকাল সাড়ে ৭টায় নগরী পাঁচলাইশ থানাধীন মুরাদপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
পাঁচলাইশ থানার ওসি নাজিম উদ্দিন মজুমদার বলেন, শুক্রবার সকালে সাড়ে সাত টায় ষোলশহর রেল স্টেশন এলাকা থেকে ঝটিকা মিছিল বের করে শিবির। মিছিলটি মুরাদপুর এলাকায় আসলে মিছিল থেকে চার জনকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।
বিডি প্রতিদিন/এএম