চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়ে দুই নারীসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। তারা হলেন-জাহানারা বেগম, নার্গিস আকতার ও মো. কাইয়ুম।
অভিযানে তাদের কাছ থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রবিবার দুপুরে নগরীর খুলশী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা থেকে গাঁজার চালান নিয়ে আসছে এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ১০ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই