সম্প্রসারণ করা হয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় কমিটি। একই সাথে ঢাকা এবং চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আগামী ডিসেম্বর মাসে উলামা মাশায়েখ সম্মেলন এবং হেফাজতে ইসলামের নেতাদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
সোমবার চট্টগ্রামের হাটহাজারীর দারুল উলুম মঈনুল ইসলাম মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সভায় এসব সিদ্ধান্ত হয়।
হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মাওলানা গোলাম রাব্বানী বলেন, ‘সোমবার অনুষ্ঠিত হেফাজতে ইসলামের বৈঠকে কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ২৯ জনকে যুক্ত করা হয়। এছাড়া ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়। নেতাদের মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীকে চিঠি, উলামা মাশায়েখ সম্মেলনের তারিখ নির্ধারণসহ একগুচ্ছ সিদ্ধান্ত নেয়া হয়।’
জানা যায়, সোমবার সকালে হাটহাজারী মাদ্রাসায় হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির বৈঠক হয়। সংগঠনের আমির আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর সভাপতিত্বে ওই বৈঠকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সিংহভাগ নেতা উপস্থিত ছিলেন। বৈঠকে কেন্দ্রীয় কমিটিতে নতুন করে ২৯ জনকে যুক্ত করা হয়।
কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক মাওলানা মুহিউদ্দীন রাব্বানী ও কেন্দ্রীয় দাওয়া সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম সোবহানীকে যুগ্ম সচিব করা হয়। মুফতী কিফায়াতুল্লাহ আযহারীকে প্রচার সম্পাদক ও মাওলানা রাশেদ বিন নূরকে দফতর সম্পাদক করা হয়। ঢাকা এবং চট্টগ্রাম মহানগর কমিটি গঠন করা হয়। জেলা কমিটি গঠন করার জন্য মহাসচিব আল্লামা সাজিদুর রহমানকে প্রধান করে পাঁচ সদস্য বিশিষ্ট সাব কমিটি গঠন করা হয়।
বৈঠকে কারাবন্দী হেফাজত নেতাকর্মীদের মুক্তি ও হেফাজতের নামে ২০১৩ সাল থেকে দায়ের হওয়া সকল মামলা প্রত্যাহার করার জন্য প্রধানমন্ত্রীর কাছে আমীরের পক্ষ থেকে চিঠি দেওয়ার সিদ্ধান্ত হয়। এছাড়াও আগামী ১৭ ডিসেম্বর রাজধানী ঢাকায় হেফাজতে ইসলাম বাংলাদেশের উদ্যোগে জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন করার সিদ্ধান্ত নেওয়া হয়।
বিডি প্রতিদিন/এমআই