ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ থেকে জঙ্গি ছিনিয়ে নেয়ার পর নিরাপত্তা জোরদার করা হয়েছে চট্টগ্রাম আদালত এলাকায়।
সোমবার সকাল থেকে আদালত এলাকায় নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত ১৪ জন পুলিশ।
সিএমপি অতিরিক্ত উপ-কমিশনার (প্রসিকিউশন) মো. কামরুল হাসান বলেন, সোমবার সকাল থেকে আদালতে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। আদালতে আগের তুলনায় অতিরিক্ত ১৪ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। জঙ্গি আদালতে আনা নেয়ার ক্ষেত্রে পুলিশ সবসময় সতর্ক অবস্থানে রাখা হচ্ছে। আদালত এলাকায় দিন-রাতে পুলিশ সদস্যরা মোতায়েন থাকে।
সিএমপি’র অতিরিক্ত উপকমিশনার (জনসংযোগ) পংকজ দত্ত বলেন, ঢাকার ঘটনার পর চট্টগ্রাম আদালত এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কারাগার থেকে জঙ্গি আনা নেয়ার ক্ষেত্রে পুলিশের প্রিজন ভ্যানের সামনে আর পিছনে পুলিশের স্কট থাকবে। আর আদালত এলাকায় তখন বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও নেয়া হবে।
বিডি-প্রতিদিন/বাজিত