চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দি মো. আলী ওরফে আবদুস শুক্কর নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। রবিবার গভীর রাতে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আলী নগরীর চান্দগাঁও থানাধীন দক্ষিণ মোহরার নুরুল ইসলামের ছেলে।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার এমরান হোসেন মিয়া বলেন, আলী দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভোগছিলেন। রবিবার রাতে তার শরীরিক অবস্থা অবনতি হলে চমেক হাসপাতালে পাঠানো হয়। সেখানেই তার মৃত্যু হয়। আনুষ্ঠানিকতা শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কারাগার সূত্রে জানা যায়, ২০২১ সালের ১৭ অক্টোবর চান্দগাঁও থানার মাদক মামলায় কারাগারে আসেন কয়েদি আলী। ২০২১ সালের ১৭ অক্টোবর এ মামলায় ২ বছর বিনাশ্রম কারাদণ্ড, ৫০০ টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।
বিডি প্রতিদিন/এএম