চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে এক জঙ্গিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হওয়া ওই জঙ্গির নাম মোজাহের উদ্দিন রাজীব। তিনি নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের একজন সদস্য।
শুক্রবার রাতে উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের শুকলালহাট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। গ্রেফতার হওয়া রাজীব উপজেলার বাড়বকুন্ড ইউনিয়নের মান্দারিটোলা গ্রামের জয়নাল আবেদীন প্রকাশ জুনুর ছেলে।
সীতাকুন্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করা হয়। অভিযানে তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান ও ২ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় সন্ত্রাস দমন আইনে একাধিক মামলা রয়েছে। শনিবার তাকে আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। পরে রিমান্ড শুনানী হবে।
ওসি বলেন, ‘রাজিবের বিরুদ্ধে সীতাকুন্ড থানায় তিনটি, ঢাকায় একটি এবং রাজশাহীর পুটিয়া থানায় মোট পাঁচ অস্ত্র এবং সন্ত্রাসবিরোধী মামলা রয়েছে।
বিডি প্রতিদিন/এএম