চট্টগ্রামের ফটিকছড়ির ভূজপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের দায়ে মো. রফিক (৩৮) নামে একজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক ফেরদৌস আরার আদালত এ রায় দেন। রফিক ভুজপুরের দাঁতমারা ইউনিয়নের পূর্ব সোনাই এলাকার মো. ইউছুফেরে ছেলে।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর স্পেশাল পিপি এমএ নাসের চৌধুরী বলেন, মামলাটিতে আদালত ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেছেন। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড, তিন লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ১ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।
ওই তরুণীর বাড়ি থেকে সামান্য দূরে মুদির দোকান করতেন মো. রফিক। ২০১৭ সালে মার্চের মাঝামাঝি সময়ে দোকানে গেলে তরুণীকে মুখ চেপে ধরে দোকানের ভেতরে নিয়ে যায়। এসময় দরজা বন্ধ করে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তী সময়ে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময়ে একাধিকবার ধর্ষণ করে।
বিডি প্রতিদিন/এএম